পল্লী মায়ের আঁচল ছেড়ে,
এসেছি আমি যান্ত্রিক নগরে,
পড়ালেখা ফেলে রেখে,
করছি আমি রাজনীতি।
আন্তরিকতা, মানবিকতা,
সব কিছুই এখানে কৃত্রিমতা।
তবুও,কষ্টের দাগ বুকে চেপে,
হাসছি আমি মিষ্টি হাসি।
ভালোবাসার পরশ পেতে
তবুও মন চায় না যেতে,
পল্লী মায়ের আঁচল কুলে।
কারণ, হতে চাই আমি শহুরে ছেলে।


রচনাকাল))  ২৮/০৪/২০০০