তোমার কথার তির
সুক্ষ্ম ভাবে হৃদয়ে বিদ্ধ হয়েছিল সেদিন,
রক্তপাতহীন যুদ্ধের মতো!
চুপচাপ ছিলাম। নীরবেই শুনে গেলাম।
যদিও আবেগে ভেসে গিয়েছিলাম,
তবুও ; ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বাড়াইনি।
হজম করেছি নীরবেই।


ভুল হয়তো কিছুটা আমার ছিল,
তুমি কি ধোয়া তুলসীপাতা ছিলে ?
সব দায় আমার ঘাড়ে চাপিয়ে
তুমি সাধু সাজলে!
বাহ্ কি দারুণ তোমার মায়াবী ছলাকলা!


সাপলুডুর এই প্রেমের খেলায়,
খেলারাম খেলে যায়।
বেদনার তির বিদ্ধ হয়ে,
নীরবে হৃদয়েই থেকে যায়।
শূন্যতা আর হতাশায়,
জীবন কাটে তীব্র যন্ত্রণায়।


সব হারিয়ে এখন উপলব্ধি হয়,
আলো ভেবে আলেয়ায় নিমগ্ন ছিলাম।
হৃদয়ে বিদ্ধ বিরহী তিরের অন্তর জ্বালায়,
নিষ্পাপ হৃদয় জ্বলে জ্বলে ক্ষয় হয়।


===============================
উৎসর্গ > কবি মোহাম্মদ খায়রুল কাদির।


২০/১০/২০২২ ইং তারিখে আসরে আমার প্রকাশিত "তির" কবিতা পাঠ করে  আসরের সম্মানিত প্রিয় কবি মোহাম্মদ খায়রুল কাদির মন্তব্যে করে অনুরোধ করেছিলেন তির নিয়ে যেন আরেকটি কবিতা রচিত করি, প্রিয় কবির অনুরোধে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা "তির ২"
জানিনা কবিতাটি কবির কতটুকু ভালো লাগবে।
===============================