যতোটুকু সুখ আর আনন্দ
পেয়েছিলাম তোমার সান্নিধ্যে,
সেটাই ছিল আমার জীবনের অনন্য পাওয়া।
তোমার সাথে পরিচয় হবার পর থেকেই,
জীবনকে নিয়ে ধীরে ধীরে অনুভব করেছিলাম,
জীবন হলো,
স্বপ্নময় ফুলের বাগানে গন্ধ বিলিয়ে যাওয়া,
বাধভাঙ্গা নদীর ঢেউয়ের সাথে খেলা করা,
সমুদ্রের জোয়ারে উচ্ছাস ছড়িয়ে ভেসে যাওয়া,
অনাবিল প্রশান্তিময় বসন্ত বাতাসে
মন উজাড় করা,
অবিরাম প্রবাহিত ঝর্ণাধারায় মগ্ন থাকা।


জীবনের উল্টো পিঠে যে
অপেক্ষায় ছিল !
তীব্র যাতনা,
নিদারুণ কষ্ট,
বিরহের অগ্নিপথ,
তখন তা কল্পনায় ছিলনা !


তোমাকে হারিয়ে
আজ বুঝতে পারলাম
জীবন হলো,
ধূসর মরুভূমিতে একা পথ চলা,
চৈত্রের তাপদাহে পুড়ে মরা,
প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হওয়া,
অমানিশার অন্ধকার কালোরাত্রিতে হারিয়ে যাওয়া।