তুমি রবে নীরবে
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে,
প্রাণের স্পন্দনে
একাকীত্ব সময়ে
কিংবা ভীষণ ব্যস্ততার মাঝে।


তুমি রবে নীরবে
আমার প্রতিটি কাজের
অনুপ্রেরণায়, উদ্দীপনায়,
উৎসাহে,মনোযোগে,
আমার প্রাণশক্তি হয়ে।


তুমি রবে নীরবে
আমার ভালোলাগা
মন্দলাগার নিত্য সঙ্গী হয়ে,
এই মন এই প্রাণে
অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে।


তুমি রবে নীরবে
আমার অনুভবে
আমার অনুভূতিতে,
ভীষণ আবেগের
গভীরতা হয়ে।


তুমি রবে নীরবে
চাওয়া পাওয়ার ঊর্ধ্বে,
নির্মল আনন্দে
সুখের আবেশে
ভালোবাসার পরশে।


তুমি রবে নীরবে
সকালের স্নিগ্ধতায়
দুপুরের ক্লান্তিতে
সন্ধ্যার মৌনতায়
রাতের নিঃসঙ্গতায়।