ভাগ্যর পরিবর্তন ঘটাবো কেমনে?
হস্তরেখাবিদ দেখিয়ে! নাকি.....
মানুষ ভাগ্যর উপর নির্ভরশীল
এই মহান বানী
প্রাণের গভীরে সযত্নে লালন করে।
ভাগ্যটা যে আমায় নিয়ে, পাষাণ খেলায় মত্ত।
ভাগ্যর প্রখর রৌদ্রর্জ্জ্বলতায়
আমি জ্বলে পুঁড়ে ছাঁরখার।
ভাগ্যর স্ব-নিমগ্ন বৃষ্টি কান্নায়
আমি ভিজে একাকার।
ভাগ্যর খামখেয়ালি আতিথেয়তায়
আমি যে বড়ই বিপর্যস্ত।
তাইতো আমি ভাগ্যকে ফাঁকি দিয়ে পালাতে চাই
লোকারন্য হতে গভীর অরণ্যে।
ভাগ্যকাশের সূর্যের আলোক রশ্মি  থেকে
পালাতে চাই দূর আঁধারের সু- শীতল ছাঁয়াতলে।