প্রতিনিয়ত অবহেলায় অপমানে
তাচ্ছিল্য আর অপদস্তে
ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে
মূল্যহীন পন্যর ন্যায়
ছুঁড়ে ফেলে দিয়েছো
নোংরা ডাস্টবিনে
আমার ভালোবাসার ফুল।


আমি বিস্মিত নয়নে
বাকশক্তিহীনের মতো
চেয়ে চেয়ে দেখে গেলাম
তোমার নিঠুর খামখেয়ালীপনা।


বজ্রপাতের গর্জনের ন্যায়
হৃদয় আমার কেঁপে উঠছিল বারংবার
যদিও গোপন ক্রন্দনে
ভেসে গিয়েছিল সাজানো বাগান
তথাপি তোমায় ভালোবাসার অন্ধমোহে
আমি ছিলাম নীরব নিথর।


ভেবেছিলাম হয়তোবা
হঠাৎ চমকিয়ে আমায় তুমি
তোমার হৃদয় বাগানে সাজিয়ে নিবে
আমার ভালোবাসার ফুল।


না, ভুল!
আমার বিশ্বাস পুরোটাই ভুল
পাথর হৃদয়ে কখনো ফুটেনা
ভালোবাসার ফুল।