প্রথমত,
তাকিয়ে ছিলাম তোমার উজ্জ্বল উচ্ছল মায়াবী হরিণী চোখের দিকে,
তাকিয়ে দেখি,চোখের এক কোনে জমে আছে অদ্ভুত মায়াময়  ভালোবাসার শিহরণ।


দ্বিতীয়ত,
তাকিয়ে ছিলাম তোমার গোলাপী ঠোঁটের দিকে,
তাকিয়ে দেখি, তোমার দুষ্টু  ঠোঁটের  এক কোনে জমে আছে হৃদয় হরণ করা মিষ্টি ভালোবাসা।


তৃতীয়ত,
তাকালাম তোমার হৃদয়ের গহীন কোণে,
তাকিয়ে দেখি, তোমার হৃদয়ের গহীনে প্রস্ফুটিত লাল গোলাপ আহ্বান জানাচ্ছে ভালোবাসার।


আমি উচ্ছ্বসিত হয়ে নীরবে হৃদয় দিয়ে ভালবাসতে লাগলাম তোমায়,
ভালোবাসা প্রকাশ না করেই যেন ভালোবাসায় মেতে উঠলাম দু'জনায়,
ফুলের সৌরভের মতো সুরভিত ছিল আমাদের প্রতিটি ক্ষণ,
আবেগী কথামালার ঢেউ উঠতো বুকে সারাক্ষণ !
হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি আঁকতে শুরু করলাম,
রংধনুর সাত রঙে সাজাতে থাকলাম তোমায়,
আমার পৃথিবীটাই যেন তুমিময় হয়ে গেলো।


নীরবতা ভেঙে একদিন বললাম তোমায়,
ভালোবাসো কি ?
নীরব রইলে, বললেনা কিছুই, মৌনতাকে সম্মতি ভেবে বুঝে নিলাম ভালোবাসো!


হঠাৎ একদিন আমায় শুনালে তুমি কিছু হতাশার কথা,
তা শুনে হৃদয় আমার স্তব্ধ হয়ে গেল, ভুলতে চাইলাম তোমায়।
কেটে গেল অনেক দিন না ভেবে তোমায়।


আবার, কিছুদিন পর....
তোমার স্মৃতি ভেবে ঝড় উঠে বুকে,
কাছে পেতে চাইলাম তোমায় আবার নতুন করে,
আসলেও তুমি কাছে আমায় বিস্মিত করে !
আবার, তোমার ভালোবাসার আশায় বাঁধি বুক,
আবার বলি তোমায় ভালোবাসার কথা,
আবারও থাকলে তুমি নিরুত্তর,
ভাবলাম, এবার বুঝি একটা কিছু হবে !


তারপর হঠাৎ একদিন আমায় স্তম্ভিত করে,
আমার ভালোবাসার আকাশে কালো মেঘ হয়ে দূর আকাশে উড়ে গিয়ে,
ঝড় নামিয়ে গেলে আমার বুকে।
সেই ঝড় আজও থামেনি, যে ঝড়ে আমি আজও এলোমেলো।