আমাদের সাথে পৃথিবীর ঘনিষ্ঠ যোগসূত্র।
জানালার বাহিরের বাগান, নক্ষত্র, চাঁদ,
আর বাতাসের ও।
আমাদের সম্পর্ক রোগা-সোগা হলে,
পৃথিবী  ও কেমন জানি চুপসে আসে,
সল্প দরে কেউ পৃথিবী  কিনতে চাইলে,
আমি তখন বিনে পয়সায় বিকিয়ে  দিতে পারি।
হয়তো তুমি ও বলবে তাই।
চাঁদ আর নীল আকাশ মনে হয় অজস্র বছর ধরে,
পানসে রুপে ধোকা দিচ্ছে মানুষকে।
বাগানের ফুল গুলো আর স্পর্শ করে না আমাকে,
তুমি ও হয়তো বলবে তাই।
আমাদের সম্পর্ক রোগা-সোগা হলে,
পৃথিবী একটা বিভীষিকাময় গ্রহ।
আমাদের সম্পর্ক সুস্থ সবল হলেই,
চাঁদ, নক্ষত্র আর বাগানের ফুলগুলো তখন,
অবিশ্বাস্য রূপসী।
আর পৃথিবী হয়ে উঠে খুব লোভনীয়।