আমার অপেক্ষা


লতিফুর রহমান


তোমার অপেক্ষার বিন্যাস, কত মাধুকরী শব্দের ঠাঁই,
বেছে বেছে প্রিয়, বোঝালে আমায় অবশেষ,
তোমার অপেক্ষা অন্তহীন, আমার অপেক্ষা নাকি,
অগোছালো, দুরন্তপনার খেল,
আমার অপেক্ষা তুমি খুঁজে পেয়েছ অস্তিরতায়,
আলতো অপবাদ খুঁজে নিলে কবিতায় ঠাঁই,
তোমার অপেক্ষা সীমাহীন পথ,
আমার অপেক্ষা জান কি তুমি,
মহাশুন্যের অতল গহ্বর পেরিয়ে অনাবিষ্কৃত,
কল্পজগতের শেষ সীমানা ছুই ছুই নীশানায়।
আমি অপেক্ষা করতে জানিনে?
আমি অপেক্ষা করতে পারিনে?
তোমার অপেক্ষার পথ বন্ধুর, পর্বতের ন্যায় বিপদসংকুল,
প্রতিমুহূর্ত অশনি বিপদ অনিবার্য পরিণতি,
আমার অপেক্ষাও কম নয়, প্রিয়ার তুলতুলে উজ্জ্বল,
নরম গালের মতো নয়,
ভেলস মেরিনারিস এর খাঁজকাটাঁ, গা ছমছম,
অন্ধকারে নিঃশ্বাসের নিশানা ধরে,
প্রথম মনুষ্য আমি, আমারই পহেলা পদছাপ,
অনাবিস্কৃত, অনিশ্চিত ঘুটঘুটে আঁধারে,
গিরিপথ বেয়ে সপ্নীল আলোর, ফুটফুটে মুখ,
দেখার পুষ্টিকর স্বপ্ন খোঁজার,
সেই আমার অপেক্ষা।
আমার অপেক্ষা নতুন দিশা খোঁজার
সাহারার জলহীন প্রান্তরে, মরুঝড়  বুকে মাড়িয়ে,
তপ্ত বালুর ছোড়া তীরে আমার চিবুক জুড়ে,
অগনিত আঘাতের কোপে আহত বুক।
আমার অপেক্ষার পথ বন্ধুর নয়,
যে আলগা অভিযোগ করেছ খাড়া,
দুর্দান্ত, দুর্গম অলিম্পাসমন্স এর গগনে মাথা ছোয়া,
সেই নিরেট কপাল ছুয়ে দেখার লোভে আমার,
এ অভিযাত্রা, সেই পথে একলা অভিযাত্রিক,
আমি একা, আমার সন্ধানে রয়েছে একলা পথ,
সেই পথের শেষ বিন্দু ছুতে আমার চঞ্চলতা,
ব্যাকুলতা,
তুমি সেটাকেই ভাবছ, অপেক্ষায় আমার অরুচি প্রেম,
তোমার আলোর দিশা খুঁজে পেতেই আমার অপেক্ষা।