চোখ দুটো আমার তাকায় শুধু মাটির বুকে,
লজ্জাবতীর পাতার দিকে,
দেখি ঘোমটা দিল নাকি?
তার পায়ের পরশ পেয়ে।
তাকাই শুধু নিচের দিকে,
দুব্বা ঘাসের বুক পাজরে,
তার পায়ের চাপে,
ঘাসের কোমর ভাঙলো নাকি?
তাই নিচে তাকিয়ে থাকি।
এই পথে তার পায়ের দাগ,
কাদামাটির বুকে।
পড়ছে নাকি?
আপন মনে চেয়ে থাকি।
বেলা এলো, বেলা গেল,
পাখির দল এখন নীড়ে,
শিশুরা সব মায়ের বুকে,
ঘুম এলো চোখে।
সে আসেনি আর,
আসলো না যে,
চরণ ছুইলো কই?
অভিমানে মন ভরেছে,
হাত চাইলে ধরব না আর,
কথা বললে, কইব না যে,
এমন আছি রেগে,
থাকব চোখ মুদে।
সে চলে গেলে,
আবার না হয়,
মাটির বুক চেয়ে,
খুজব তাকে,
সে আবার আসে নাকি,
এমন আশায় থাকি।