মরে যাওয়ার শেষ মুহূর্তে আবার নাম ধরে ডাকো,
আমি চোখ মেলে তোমাকে দেখি,
তখন বিবর্ণ হয়ে আসে মৃত্যুর কথা।
আবার বেঁচে উঠি।
তখন মৃত্যু আমার ভীষণ ভয়।
বাঁচার জন্য কি আকুলতা ব্যাপক।
এতো লোভী আমি?
এভাবেই কিছুদিন বাচিঁ।
তুমি আবারও ধোঁয়াসায় ডুবে যাও ধীরে ধীরে,
আমি মৃত্যুর জন্য তখন কত হাহাকারে ভুগি।
কে তোমাকে খবর দেয়?
শেষ মুহূর্তে আবার নাম ধরে ডাকো।
আমি লজ্জাহীন হয়ে বারবার বাচিঁ।