সময়টা শুধু তোমার বেলায় যত নিষ্ঠুর
ক বছর আগে তোমার কপল টা কত চকচকে ছিল,
আজ ত বসন্তে শুধু গুনেছি কপলের ক টি ভাজ।
তবে কি সব অহং গুলো এখন ধংসের প্রহর গুনে?
হলুদ গাদাঁর মালা ভাঁজময় কপলে বড়ই বেমানান,
দেখছ তো,
বসন্তী রঙ হাজার বছরভর চিরচেনা যৌবনা,
সময় সেখানে ব্যর্থ আর ভঙ্গুর।


১৩/২/২০১৭