সময় গুলো আজ বড় জটিল, কুটিল,
অংকের দুর্ভেদ্য সমীকরণের মতো,
হটাৎ যদি প্রশ্ন করে বসো খেয়ালী বশে,
আজ কি বার?  কত তারিখ?
আমি হটাৎ করে আকাশ থেকে পড়ি।
এলোমেলো হয়ে যায় নিকাশের খাতা,
ব্যর্থতার উত্তর খুঁজে নিতে গিয়ে,
সকরুন চাহনিতে তোমার উপর আশ্রয় খুজি,
দৃষ্টির দরজায় কপাট এটে, অনুমিত কল্পনায়,
তোমার মুখের উপর ক্যালেন্ডারের রেখা ধরে ধরে,
সপ্তাহ, মাস, দিনের ভ্রান্তি হিসেব,
আংগুলের ডগার খাঁজে খাঁজে মেলাতে হয় আমাকে।
সত্যিই তো বহুটা প্রহর হয়েছে গত,
রোজ রাত আসে, দিন যায়।
আর ক্যালেন্ডারের পাতায় মৃত্যু  ঘটছে,
তোমার সাথে আমার উর্বর প্রেমের জমিনে,
চাষহীন বহুকাল নিস্ফলা শস্যের আবাদে।
আমাদের অব্যক্ত কথা কাব্য গুলো জমে জমে,
আকাশ ছুঁই পাহাড়ের বুকে যেন ঠেক দিয়ে আছে,
রোজ রোজ জমা হতে হতে বহুরাত কথাহীন আমাদের,
দেখাহীন আমাদের।
শরীরের ঘামের গন্ধ অচেনা হচ্ছে দিনদিন,
কল্পনায় শুকে দেখি তোমার বুকের বাম কাধের ওপর,
ক ফোঁটা দানাদার সরিসার মতো ঘাম।
সম্পর্কের টানাপোড়েন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে ঘাড়ের ওপর।
ভুলতে বসার মতো, অশনি সংকেত গজগজ করছে,
উঁকিঝুঁকি চাহনিতে ব্যস্ততার কাড়াকাড়ি ভীড়।
এভাবেই তবে কি তুমি আমি বিচ্ছেদের মহাকাল ছুঁয়ে,
নির্মম  শবযাত্রার পদব্রাজক হবো?
তোমার জানা আছে সেই উত্তর?