এমন কিছু ভাবছ নাকি?




ভাবছ তুমি চলে গেছ, আমার দুয়ারে সর্বনাশ সর্বনাশ,
ঘুম নেই চোখে আমার, অস্থিরতায় নাভিশ্বাস,
এমন কিছু ভাবছ নাকি?
রাতে আমার ঘুম নেই, হটাৎ করে জেগে উঠি,
ঘুমের ঘোরে বিড়বিড়িয়ে তোমার নাম ধরে ডাকি,
এমন কিছু ভাবছ নাকি?
পথের ভীড়ে হলুদ শাড়ি, দেখলে ভাবি তুমি নাকি,
এক-চাহনির লোভে লোভে, পথের ধারে বসে থাকি।
এমন কিছু ভাবছ নাকি?
তুমি নেই বলে খাওয়া ছেড়ে, এখন আমি শীর্ণকায়,
উস্ক খুস্ক দাড়ি নিয়ে, ক্লান্ত ভরা দুটো পায়।
এমন কিছু ভাবছ নাকি?
দেবদাসের মতো পাগল হয়ে, মদের দোকান, আস্তানায়,
চদ্রমুখীর কোলে শুয়ে, দিনরাত্রি করছি পার।
এমন কিছু ভাবছ নাকি?
তুমি চলে গেছ, তাই বলে পাহাড়ের চূড়োয় উঠে ভাবি,
মূল্যহীন এই জীবন টারে, পাহাড় তলে ছুড়ে মারি।
এমন কিছু ভাবছ নাকি?
তুমি নেই, আমার কবিতা নেই, কবিতার খাতা শুন্য,
কবি হওয়ার খুব সাধ, তোমার জন্য অপূর্ন।
এমন কিছু ভাবছ নাকি?
তোমার সাথে কথা বলি, তোমার জবাব নিঃশব্দ,
বোকার মতো হয়ে থাকি, তবে নই বাকরুদ্ধ।
এমন কিছু ভাবছ নাকি?
তার চেয়ে ভালো হতো, তুমি থাকতে যদি মরে যেতাম,
তোমার চোখের অশ্রু মেখে,
কফিনের বুক ভরে নিতাম,
আমি ছাড়া বেশ ত আছ,
সেই বুঝি ভালো হতো।
এমন কিছু ভাবছ নাকি?