এভাবে নির্জন মেখে আছো কেন?
মাঝে মাঝে ডাগর চোখ গলে খসে পড়ছে,
গতকালের ক্ষোভ, অভিমান, দুঃখ, শোক।
পাথরের শরীরের মতো ঘৃণার অমসৃন দাগে,
চোখের পাতা, বাশের বাঁশির  মতো নাকের ডগায়,
চরের মতো জেগে আছে অচেনা রুপ।
এভাবে নির্জন মেখে আছো কেন ?