কত হাজার পথ পেরিয়ে এলে, কত শহর, গ্রাম ফেলে এলে পিছনে,
কত পাহাড়, জলাশয়, মরুভূমি,
আঁকাবাকা পথঘাট, অরন্য ছেড়ে।
সে হিসাব শোনার জো নেই আমার,
ক্লান্তিতে ভরে গেছে শরীর,  দু পা বাড়াবে জোর নেই,
চোখ মুদে আসছে অহরহ, কথা বলতে শক্তি নেই,
দু চোখ ভরা তোমার ঘুমঘুম ভাব।
আজ তা শোনার সাধ নেই তার।
তুমি ছিলে কেন এতকাল?
আমাকে একা রেখে পাহাড়ের বুকে।
আমার নির্ঘুম কেটেছে রাতগুলো একলা একলা,
আমার সবকিছু ছিল,
সবকিছু ছিল মিছামিছি,
তুমি ছাড়া আমার সব শুন্য।
সে হিসাব রেখেছ তুমি?
একলা কেন রেখেছিলে আমায়?
সেই কথা বল আগে,
আজ আমি বড় অভিমানী,
তোমার অভিমানে আমার কত অনুনয়-বিনয়,
তোমার মান ভাঙ্গাতে আমার কত ছলচাতুরী,
বাহানা, অভিনয়, প্রেমময় কত গাথা গাথা কথা,
শুধু তোমার মুখে হাসির জন্য।
আজ আমার অভিমানে তোমার ছিটেফোঁটা নেই,
উৎকণ্ঠা নেই, ব্যস্ততা কই?
আমার কি রাগ নেই?
অভিমান নেই?
সবকিছুই কি তোমার দখলে  নীরা?