সুনীল, চুপ করে শুধু তোমাকেই বলছি,
নীরা আমার চলে গেছে বহুদূর।
পাথরের মতো সে আজ চুপচাপ, নিস্তব্ধ,
আমাকে দাড় করিয়েছে,  মুখোমুখি এক অনিশ্চিত ভবিষ্যৎ।
সুনীল বলত, নী রা কে অভিমান করা মানায়?
তাকে কি অহংকার করা মানায়?
এভাবে চুপচাপ হয়ে থাকতে মানায়?
কতটা একলা আমি, দুনিয়ায় সবচেয়ে নিঃসঙ্গ আমি,
নীরা কি সাধারণ মানুষের মতো, চামেলি, জুই-য়ের মতো?
গোসসা করা মানায়?


কতদিন একা একা আছি, চারটি আলোকবর্ষ আগে,
শেষ বার বলেছি,
নীরা কেমন আছ?
আজও সেটা ঝুলে আছে, তোমার জবাবের অপেক্ষায়,
তোমার ছোয়ার অপেক্ষায়, সেটা যেন ঝুলন্ত উদ্যান আজ।
নীরা এভাবে তোমাকে চুপ থাকা মানায়?


নীরা তুমি আজও আমারই , আমি দূর থেকে এখনো দেখি,
তোমার ভাবনায় আজও রয়েছে আমার ঠাঁই,
মিছামিছি তুমি আমাকে দাড় করিয়েছ,
এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
নীরা তুমি ত সবার মতো নও।
তুমি ত সাধারণ নও।