এমন তো কথা ছিলো না,
বারবার বলেছি তুমি একা এসো, টিপিটিপি পায়ে, নিভৃতে,
নিশাচর পাখি হয়ে, ফাকি দিয়ে শুন্য হাতে।
তুমি তা করনি, কেন জানি অনিচ্ছায়।
এলে তপ্ত মাখা সূর্যের রুদ্র দুপুরে,
কপালে আমার দেখেছ ফোঁটা ফোঁটা ঘাম,
কতটা ব্যাকুল তোমার অপেক্ষায়,
শিরায় শিরায় রক্ত তুমুল প্রবাহমান,
তোমার নাকের ডগায় কটা ঘামের বিন্দু,
চোখ পড়েছে আমার।
তোমার চিরাচরিত সে চাহনি,
যেই না তুমি বাড়িয়েছ হাত,
আমার ছুয়েছে তর্জনী।
তোমার হাতের সাথে, আরেকটি ছায়ার হাত,
সেও ছুয়েছে আমায়,
আমি চমকে যাই তখনি,
নীরা তুমি একা আসোনি?
নীরা তুমি একা আসোনি?
এমন ত কথা ছিল না,
তোমার ছায়া আমার বড্ড ভয়,
যে পথে এসেছ তুমি,
ছায়াকে কেন সেই পথ দেখালে?
তুমি যে ছুয়েছে আমার হাত, মধ্যমা তর্জনী,
সে ছায়া যদি ঘটা করে বলে দেয়?
যদি রটে যায় জগতের মুখে মুখে?
নীরা পারবে?
চিৎকার করে জানান দিতে,
তোমার সাথে আমার আছে  পরিণয়?
নীরা পারবে?