বিষন্ন একটা রোগ।
যেসব উপকরণ একসঙ্গে মিশিয়ে মিশিয়ে,
গড়ে উঠে দুরারোধ্য ব্যাধি।
বসতি স্থাপন করে,
মগজে, অন্ত্রে,
হাতে পায়ে বুকে।
ক্ষয়ে আসে  নিঃশ্বাস।
কম্পন আসে ঠোঁটে,
উচ্চারণ শব্দে।
বিষন্ন ও তো কম নয়,
অ-দুরারোগ্য।
তবে ভীষণ ছোঁয়াছে।
মানুষ বিষন্ন হলে
তার জগতের সব প্রজার  আকাশে
একসাথে জমে আসে মেঘ,
ঝড়, বৃষ্টি ।
গুমোট জীবন।
দুরারোগ্য হলে মানুষ ভেবেই নেয় সে মরে যাবে,
তসবির দানার মতো গুনে থাকে জীবন।
কিন্তু বিষন্ন হলে মানুষ বেঁচে থাকা যায় ভুলে।