প্রিয় ,  নতুন ঘরে ডাক পড়েছে তোর, নতুন ঘরখানি,
          হটাৎ তবে ডাকলে আমায়,
কেন টানাটানি?
নতুন ফুলের সাজে প্রিয়, চিকমিক তোমার গাল,
আমার হাতে কাদামাটি, তুমি নতুনের কাংগাল।
সারাবাড়ি তোর সেজেগুজে, সবাই নতুন বউ,
চোখে মুখে তোর নবান্নের ঘ্রাণে মৌমৌ।
আমার ঘর শুন্য করে, তোর নতুন ঘরে তুই,
আমায় তুমি পর করবে, ভাবনায় ছিল কই?
দু'হাতে তোর কাচামেহেদী, আলতায় পা রক্তলাল,
মেহেদি আমার রং চটা তাই, হলো বহুকাল।
যা দিয়েছি, তা গ্লানি শুধু, সুখ ছিল অধরা,
করুণ বীনার সুর বাজাত, আমার বুকের একতারা।
তাইতো তুমি ঘর ছাড়লে, খুজতে নতুন ঘরে সুখ,
আমি এখন একলা জ্বালাই, মরন বেলার ধুপ।
মুখরিত ঘর ছিল মোর, যখন ছিল তোমার হাতের ছোয়া,
সেই ঘর আজ শ্মশান যেন, শব পোড়ানোর ধোঁয়া।
সব আজ তোমার নতুন সব, হাতের পরশ, আদরগুলো,
পড়বে কি আর মনে তোমার, আমার ছোয়াও নতুন ছিলো?
আমার বুকে ও আগে তুমি জগৎ পেয়েছিলে খুঁজে,
সেই স্মৃতি এখন আমার মরছে ধুকে ধুকে।
আমায় কেন ডাকছ আবার, যাবার বেলায় সেজে,
নতুন সাজে দেখলে আমি সহ্য করতে পারি?
তোমার সাথে এখন আমার  চিরজনমের আড়ি।
নতুন ঘরে নতুন তুমি, নতুন বীনার সুর,
আমার বুকে সেটা উল্টো বাজে করুণ মধুর।