প্রায়শই তুমি আমাকে খুন করে বসো,
বুকের মাঝে হৃৎপিণ্ডে ছোরা বসাও বারেবারে,  
আমি রক্তাক্ত হই, তোমার হাতে,
সকাল বিকাল, দিনে রাতে।
তুমি ছাড়া কেউ কি আমায় খুন করতে পারে?
আমি যখন তোমার মুখে শুনি,
তুমি যখন হতে চাও খুনি,
ছলছল চোখে জল আসে আমার,
এতটা ভালোবাসো তুমি?
এতটা ভালোবাসো বলেই কি,
চোখে চোখে রাখ অবিরাম?
সামান্য অবহেলায় তুমি,
রেগে হও সীমার।
এইটাই খুনি তুমি।
ছোরা বসাও বুকে আমার।
জানতো, খুন করলে শুলি হয়
চোখের দু ধারে অশ্রু গঙ্গা বয়,
ভয় হয় না তোমার?
শিহরিত হয় না তোমার শরীর?
কেঁপে কেঁপে উঠে না ঠোঁটের পাপড়ি গুলো?
আমাকে রক্তাক্ত করার তোমার পাগল ইচ্ছে?
এইটাই  ভালোবাসো তুমি?
খুন হতে ইচ্ছে জাগে তোমার হাতে,
তোমার মতো কে ভালো বেসেছে এতো?
কেউ নেই নিকট অতীতে।
শুধুই তুমি।
তুমি আমার প্রেমিকা খুনি।