সময় থেমে নেই।
ভাগ্য সুপ্রসন্ন না হলে,
আমরা হয়তো আর বহুদিন পরস্পরের খবর জানবো না।
ঘড়ির কাঁটার সাথে বিলীন হয়ে আসছে আমাদের জীবন,
আমাদের এক সময়ের টাটকা কথা আর স্মৃতি গুলো,
বৃক্ষের মতো দিনে দিনে বয়োবৃদ্ধ হওয়ার পথে।
এখন রাত হলে আমাদের  দক্ষিণের  তৃণাচ্ছন্ন সেই বারান্দায়,
যেখানে তোমার হাতে লাগানো নাম না জানা অসংখ্য তৃণ, সাপের মতো প্যাঁচানো ঝুলন্ত লতার বসতি।
তোমার টাকায় কেনা রোলিং চেয়ারে শরীর পাতিয়ে,
খোলা আকাশ, যেখানে শুকতারা জ্বলে ওঠে,
চাঁদ কে ভূমিষ্ঠ হতে দেখি।
চাঁদ কে তরুণ হতে দেখি।
গোল থালার মতো হয়ে হয়ে একসময় ক্ষয়ে ক্ষয়ে ,
আমাবস্যার ঘন আঁধারে লুকিয়ে যায় চাঁদ।
আমি ও খুব একা হয়ে যাই।
আবারও জেগে উঠে চাঁদ, নক্ষত্র আর পূর্ণিমার আকাশ।
সময় থেমে নেই।
ভাগ্য সুপ্রসন্ন হলে,
হোকনা ঘন অপেক্ষার বছর।
যদি দরজায় তোমার হাতের আংগুলের চেনা টোকা আসে।
ভুলে যাব আমি নিমিষেই খানখান হয়ে যাওয়া,
পিছনের ফেলে আসা বছর।