এভাবে চোখে চোখে ধরে রাখা ভুল।
বেঁধে রাখা অন্যায়।
মাঝে মাঝে পাখি হতে দাও।
চিল, শালিকের মতো।
শরীরে গেঁথে দাও ডানা।
নীলাভ আকাশ, সমুদ্র, পাহাড়,
ফসলের মাঠ, মরুভূমির ঝড়।
উড়ে উড়ে যদি আবারও ফিরে আসে,
তোমার বুকের সীমানায়।
শংখচিল, শালিকের মতো।
পাখিদের মতো যদি গলায় ঘসে দেয় আদর।
যদি চোখের কোণে টুপ করে ঝরে পড়ে,
বিচ্ছেদ জল।
তবে বুঝে নিও সেদিন,
সে ছেড়ে চলে যাওয়ার নয়।
তাকে মাঝে মাঝে কালো মেঘের দেশে,
ঘুরে আসতে দাও।
অরন্যের মতো ডাল পালা মেলাতে দাও।
যদি পাখিদের মতো ফিরে আসে নীড়ে,
তাকে বুকের জমিনে থাকতে দাও।