পাখি নেই তাই


লতিফুর রহমান



খুব করে আজ, গাছ তোমার চোখে মুখে তাকালাম,
এতটা বিমর্ষ হয়েছ দুদিনে?
তোমার বাকল গুলো যেন শ্যাওলা ধরা,
পাতাগুলো বিবর্ণ, খসখসে, শ্রী হীন।
সারারাত বুজি ঘুমাতে পারনি একমুদ?
চোখগুলো যেন রক্তিমা, ফুলে ফুলে ভাসছে।


কার জন্য ভাবছ গাছ?
এতটা মলিন বদনে ত দেখিনি  কদাচিৎ,
তোমার সবুজ পল্লবে কত চিকমিক করে হাসি,
বাতাসে দোল খাও, দোলনার মতো।
গাছ বল্লো,
পাখি আসেনি দুদিন,
ডাকেনি কিচিরমিচির,
ভাঙ্গেনি আমার ঘুম।
তার নখের মৃদু আঁচড়ে জাগে আমার শিহরণ,
জেগে উঠে আমার প্রাণস্পন্দন।
পাখি আমার বুকে থাকলেই,
মনে হয়,
আমি বেঁচে আছি।