পুছিছ কাহারে?


আমি ভালো আছি পুছিছ কাহারে?
এই নিকট অতীত ক্ষনিকের ক্ষনে।
বিরহী প্রাণ আমার, বিলাপে ভরপুর,
অশান্ত ক্রন্দনে।
অন্তপুরে অহঃনিশি, অনল শিখা চিরন্তন,
ধুকধুক পুড়িছে, জ্বলিছে।
বিরহী ভাবনা হু হু করে বায়ু ফেলিছে,
সতত দীর্ঘশ্বাস।
ব্যথাভরা, ব্যকুলিত মিলনের,
লোভহীন মন আমার।
দিবারাত্রি তুমি সঙ্গীহারা।
শোকের মাতম উথলিছে।
একি লীলাখেলা তোর?
ভাবিয়াছ কভু?
নিরালায়, নিভৃতে?
প্রাণ সিন্ধু আমার উঠিছে আকুলিবিকুলি?
উত্তাল তরংগের মাতালি হিন্দলে।
তটভ্রান্ত নাবিকের ন্যায় পোড়া বদনে,
আমার বক্ষপিঞ্জরে,
কর্ণ চাপিয়া ধর অন্বেষণে।
দারুণ বিধি, অন্ধ আবেগের মিষ্টালাপে,
বড্ড লোভী মন কাড়িলে আমার,
তোমার খোরাসান চাহনি, নয়নে।
কঠিন বন্ধনের অদৃশ্য সুতোর টানে,
বাধিয়া তব, মাঝসাগরে নিক্ষিপ্ত রুপে,
তুমি আজি লুকিলে অজ্ঞাতে।
লীলা-লাস্যে, মায়াদেবীর চাতুরী রুপি,
নবরূপে আপনেরে সাজিয়ে।
পুচিছ কাহারে?
তুমি বিনে আমার, দিকভ্রান্ত জীবনের লিপি,
কিরুপে সহিয়া, বাচিঁয়ে আছি,
এই জগৎ সংসারে।
নিবুনিবু প্রদীপের শিখার অনুত্তাপ,
আলোকের ঘরে।
করুন মিনতি মাখা আমার অনুজ্জ্বল দাবি,
অপূর্ন রহিবে জানি,
তবুও যদি ফুসরত মেলে কভু,
তোমার ব্যস্ততার, টিফিনে
আমি ভালো নেই,
পুছিও তবু্ও,
জানিবে খবরে।


১৪/১১/১৯