যুবকের বচন শুনিয়া রাজা, ভাবনায় পড়িল বসিয়া,
কি রাজদণ্ড দিবে তাহারে, কাজীর পানে রহিল চাহিয়া।
কহিল যুবক, আমারি কথা শুনিবার আগে তবে,
রাজকন্যার মুখে শুনিবেন তবে আগে।
সেদিন অপরাহ্নের প্রাক্কালে, রাজকন্যা ডেকেছিল পুস্পকাননে,
উজিরের কন্যা, সাক্ষ্য দিবে তাতে, সেই সাক্ষাৎ আয়োজনে।
কাজীর ঘরনি, আগাগোড়া দাঁড়িয়ে ছিল তফাতে।
তবেই রাজকন্যা শুভ্র  চরন, কোমল ঘাসে  বাড়িয়েছে।
রাজকন্যার রুপ, গুন ছুয়েছে আমার মন প্রাণ,
প্রান সংহার আছে জানি, তবু কহিলাম সমক্ষে আপনার।
ভালোলাগার প্রকাশ আজি করিতে যদি সাহস না কুলায়,
আমার পুরুষত্ব তব মিশে যায় মৃত্তিকা ধুলোয়।
জানি রাজকন্যারে পাইবার যোগ্যতা আমি করি না ধারণ,
তাই বলে রাজকন্যার প্রেমে পড়িতে আমার কোথায় বারন?
যে প্রেম আমার জমিছে বুকে, রাজকন্যা করেছে হৃদয় হরণ,
তাহার নিকট রাজদণ্ড অতি তুচ্ছতম,
সপে দিতে পারি  আপনার হাতে আমার তুচ্ছ প্রাণ।
রাজা আর পারিল বসিয়া থাকিতে,
যুবকের সাহস কত, রাজকন্যার প্রেমকথা, তাহার মুখেতে।
অগ্নিরুপ করিল ধারন, অসি ধরিল যুবকের শির উপর,
বলিল, এক কোপে মস্তক ফেলিব, রহিবে শুধু ধর।
রাজকন্যা অন্দরমহলে আর রাখিতে পারিল না সংবরন,
খিপ্র পদে  ছুটিয়া আসিল, যুবকের বুকে ঢাল হইল,
একি পিতা, কি করিছেন আপনি,
কন্যা বলিয়া আমার অপরাধ মার্জনা করিবেন,
আর সমদোষীর  শির ভূলুণ্ঠিত করিবেন।
ধিক আপনার এই অবিচারে,
পিতাকে কভু এই বেশে দেখিতে হইবে ভাবনায় ছিল না আমারে।
যুবকের প্রেমে আমি পড়েছি  আগে, অভয় দিয়েছি আমি নিজ হাতে,
আজ আমার জন্য তাহার প্রাণ সংহার মুখোমুখি আপনার হাতে।
রাজকন্যা তাহার কোমরবন্ধনী হইতে, উলংগ করিয়া খঞ্জর,
চাপিয়া ধরিল  আপন চিবুকে।
আজি যদি পিতা যুবকের শির মাটিতে খায় গড়াগড়ি,
তবে জেনে নিন পিতা, আপনার কন্যার রঞ্জিত মস্তক,
আপনার পদ ছুইবে নিশ্চয়ই, এক্ষুনি এক্ষুনি।
বলেন পারিবেন সহিতে? আপন  কন্যার রঞ্জিত ধর দেখিতে?
না পারিলে যুবকের বৃদ্ধ মাতা কিরুপে সহিবে?
রাজা আর পারিল না করিতে অস্রুসংবরন, অসি ছুড়িল তফাতে,
কাদিতে কাদিতে যুবকের সাথে, কন্যারে নিল জড়িয়ে বুকেতে।
রাজা কহিল, যুবক তুমি আজ খুলে দিলে মোর আঁখি,
প্রানবিয়োগে আমার দ্বিধা নেই আর,
তোমার মতো সুপাত্রে কন্যাদায় জীবনের ছিল বড় সাধ,
যাহার জন্য কন্যা আমার প্রাণ দিতে অকুতোভয়,
এখন রাজদণ্ড ঘোষণার অপেক্ষায়,
উচ্চস্বরে রাজা রাজদণ্ড করিল ঘোষণা,
যুবকের সাথে আমার রাজকন্যার হবে পরিনয়।
এই রাজমুকুট তোমার শিরে ই শোভা পায়,
এই৷ রাজদণ্ড ছিল তোমার অপেক্ষায়।


সমাপ্তি।