রাত হলে



রাত হলে,
রাত হলে ঝিঝি পোকা গুলো উঠে আসে মাটি ফুড়ে,
গা ঝেড়ে,
পাখা মেলে,
শরীরে  মাখে আঁধারের তেলকাজল আয়েশ করে।
শিয়ালের দখল হয়ে যায় পৃথিবী,
আঁধারের সাথে সাথে উধাও মনুষ্য রব,
শোরগোল।
চারপায়ে দখল পথঘাট, লোকালয়,
তটস্থ মানুষের মতো, তুমিও
তুমি ফিরে ফিরে আস তখনি আধারের ভয়ে,
নিয়নের আলো মাখানো কৃত্রিম আলোর খোঁজে,
আমার বদ্ধঘরে,
দরজা জানালার ফুটো ঢেকে,
শক্ত বাধন সেধে।
শয়নের আহ্লাদে,
আমার পাজর চেপে বসো,
দুর্বল যুগল আংগুলের ডগায়,
অজ্ঞাত শক্তিরস নিগড়ে আসে কোত্থেকে,
তোমার হাতে, বুকে, পাজরে।
তোমার সুনিপুণ আলিংগন,
কৌশলে'।
রাত হলে।
শাবকের মতো,
গুজে রাখ মুখ,
আমার বুকের ধুকধুক যন্ত্র ঠেকে,
পাজরের দেয়াল ঘেঁষে,
তুমি আধারের ভয়ে,
পাড়ি দাও বাতাসে উড়ে,
আমার বদ্ধ নীড়ে।


২৫/১/২০২০