সব এক


আমি জলের কাছে গিয়ে বসি,
টলমল জল মাখা চোখ আমার,
জলের মুখে আয়না ধরি,
জলের বুকে ভাসে আমার ছলছলে চোখ,
পকেটে হাত দিয়ে একমুদ মুক্তো ধরে,
জলের বুকে ছাড়ি,
চোখের পলকে ডুবে গেল,
জলের অতল কপাল ছুতে,
যেখানে ঠেকছে মাটি।
পকেটে হাত দিয়ে এক মুদ, পাথর ধরি,
জলের বুকে ছাড়ি,
চোখের পলকে ডুবে গেল,
জলের অতল কপাল ছুতে,
যেখানে ঠেকছে মাটি।
আমার বুক কেটে হৃদয়,
জলের বুকে ছাড়ি,
চোখের পলকে ডুবে গেল,
জলের অতল কপাল ছুতে,
যেখানে ঠেকছে মাটি।
তুমি একটা নদী।
তোমার বুকে সব জল।
সেই জলের কাছে গিয়ে বসি।
তোমার কাছে সব এক,
আমার হৃদয়, মুক্তো,
পাথর আর মাটি।