সম্পর্কের শেষ হয় না।
মৃত্যুহীন।
হয়তো কথা চালাচালি, আংগুলের ছোয়া বিরতি,
চোখে চোখে না পড়ার শোক।
ঘাড়ের ওপর গরম বাতাসের অভাব অনুভব।
সম্পর্কের শেষ হয় না।
যেভাবে শরীরে জমাট বাধে,
ছত্রাক, ভাইরাস, জীবাণু, ঠান্ডা লাগানো রোগ।
সম্পর্ক ও মাঝে মাঝে রূগ্ন হয়।
শরীর গরম হয়। অরুচি হয়,
রক্ত সল্পতা, ক্লান্ত হয়।
আবারও সেরে উঠে নতুন হয়,
আবারও প্রেম হয়। তরতাজা হয়।
সম্পর্কের শরীরে বল হয়, হাটাচলা করে।
সম্পর্ক মাঝে মাঝে হাসপাতালে শয্যাশায়ী হয়।
সম্পর্কের মৃত্যু হয়নি কোন দিন,
যেভাবে মানুষ রোগে শোকে মরে।
জানাজা, কবর হয়।
সম্পর্কের মাঝে মাঝে মরন ঘাতি রোগ হয়,
সম্পর্ক আই সি ইউ তে শুয়ে শুয়ে,
সবুজ রঙের বাতিটার দিকে চেয়ে চেয়ে,
অশ্রু ঝরায়।
সম্পর্ক কোমায় যায়, বাকরুদ্ধ হয়।
বিকলাঙ্গ মানুষের মতো দু চোখ মেলে তাকায়,
কিন্তু মৃত্যু হয়না।