এই যে মাঝে মাঝে কোথায় নিরুদ্দেশ হও,
অজানায় হারাও,
যোগাযোগ ছিন্ন ভিন্ন করে দাও সহসাই,
চোখ লেগে থাকি,
তোমার পায়ের ছাপ ধরে,
যে পথে পা বাড়াও।
তুমি কি জানো?
তুমি হয়তো জানো না।
দুর হতে কিছু কিছু মানুষ,
অনেকটা আমার মতো,
তোমার পথ পানে থাকে চেয়ে,
ফটিকের মতো, অপলক নয়নে,
চোখের পাতা না ফেলে।
খবর জানো  কি তাদের?
কত মানুষের হৃদয় পটে তুমি,
ছবি হয়ে গেথে আছ।
তোমার জন্য হাহাকার।
আমি না হয় তোমার কাছাকাছি বসি,
সুযোগে হাত ধরি,
চুলের ঘ্রাণ শুকে শুকে,
আমার আত্মার ভিতর বাহির,
ভরাট করি।
নিজেকে বোজাই, নানা ছলে বলে,
তোমাকে না পাই একেবারে,
ক্ষতি কি,
আশেপাশে তোমার ঘুরেফিরে,
তবুও ত তোমাকে বলতে পারি,
ভালোবাসি।
কিন্তু যারা?
দুর হতে তোমাকে ভালোবাসে,
কখনো সামনে আসেনি তোমার,
কখনো ধরেনি হাত,
স্পর্শ করেনি তোমার চিবুক,
তুলতুলে গাল,
চুল বেয়ে আসা একরাশ মাদকতা ময় ঘ্রাণ,
শুকেনি যারা, কখনো।
তবু্ও তারা ভালোবাসে তোমাকে লোভহীন ভাবে,
এইরকম অজ্ঞাত মানুষের,
খবর রেখেছ  কখনো?
তুমি নিরুদ্দেশ হলে,
আমার কপালে পড়ে টান,
তোমাকে ভালোবাসা মানুষগুলো,
এভাবেই আতংকে ভোগে।