ভীষণ রকমের চিনেছি তোমাকে,
ভীষণ রকমের জানা আছে আমার।
আমার  নখদর্পনের খাজে খাজে তুমি,
তোমার শিরায়, শিরায় রক্তের প্রবাহের হিসাব জানি।
অজস্র জানি তোমাকে।
তোমার প্রতিটি পায়ের ধাপ,
আবেগের মাপ, ফুট, ইঞ্চি, মিলিমিটারে।
তোমার চোখের কোন মেঘে বৃষ্টি ঝরে,
কোন মেঘের আড়ালে হাসি লুকিয়ে
কোন মেঘ শুধু আধার কালো,
কোন মেঘে শুধু বজ্রপাত,
কোন বজ্রপাতে আমার মৃত্যু অবধারিত।
কোন মেঘে তুমি ভাদ্র মাস,
কোন মেঘের বুকে আমার সর্বনাশ।
শুধু আমি জানি।
ভীষণ রকমের জানি।
তোমার কোন অস্রুপাতে বাংলা ডুবে,
কোন অস্রুপাতে আমার বুকে পাথর বিধে,
কোন অশ্রুপাতের ঝর্ণাতে আমার হৃদয় শীতল করে।
তোমার কোন অভিমান শিশিরের মতো,
কোন অভিমান  বড্ড প্রেমি,
কোন অভিমান বলে,
তোমার আমার বিচ্ছেদ সাতদিন।
তোমার কোন অস্রুপাতে, আমি ফিরে আসি,
তীরের বেগে, আছড়ে পড়ি,
তোমার নয়নের ধারে।
তোমার কোন অস্রুপাত,
আমাকে বিদায় বলে।
আমি জানি।
ভীষণ রকমের জানি।
ভীষণ রকমের চিনেছি তোমাকে।