ভাবছো তুমি হচ্ছ বড়
আসলে তা নয়।  
মনের ভ্রমেই মনে তোমার  
হচ্ছে ভীষণ ক্ষয়।


ভাবছো তুমি চাচ্ছ ভীষণ
আসলে তা নয়।
চাওয়ার অনেক পাওয়া থাকে
তোমার তাতেই ভয়।


ভাবছো তোমার বিপুল খ্যাতি
আসলে তা নয়।  
খ্যাতির খাতায়, ক্ষতির তোমার
অংক কষা হয়।


ভাবছো তুমি যাচ্ছ দূরে
আসলে তা নয়।
ফেরার পথেই ফিরবে আবার
সময় বেঁধে রয়।


ভাবছো তুমি নষ্ট-সময়
আসলে তা নয়।
সময় আছে, ছিলই যেমন
বাকিটা অভিনয়।


ভাবছো তুমি মানুষ সবাই
আসলে তা নয়।
সবাই কি আর মানুষ থাকে!
মনুষ্যত্বের ক্ষয়।


ভাবছো তুমি জীবন কঠিন
আসলে তা নয়।
সহজ-কঠিন সবই আছে  
জীবনের নয়-ছয়।


ভাবছো তুমি ভাবতে বসে
ভাবার সীমা নাই।
ঘড়ির কাঁটায় যাচ্ছে সময়
বিধির হিসেব তাই।


রচনাকালঃ ০৭/০৮/২০২১