লেমন ফ্লেভার্ড বিখ্যাত এক চিঠি, 
এসেছে আমার নামে। 
অচেনা কোন ডাকটিকেটে, 
খুব বিষণ্ণ নীল- হলুদের খামে।


জীবদ্দশায় একটি 'রেড ভাইন ইয়ার্ড'
অথবা  নিজ হাতে ঘায়েল একটি কর্ণে।
বহু প্রতীক্ষার ইতি ঘটে, একদা সন্তপর্ণে।


হঠাৎ যখন বন্ধু পলের আহত আর্তনাদে,
শহরের কাছেই আত্মার ভেতরে মরে গেছে
একটি চিঠি নিজে।
'ডক্টর গ্যাচেট' হন্যে তখন, হারানো প্রাপকের খোঁজে।


আর অন্যটি 'সানফ্লাওয়ার' কিংবা 'স্ট্যারি নাইট'-
ডাকটিকেট বসানো খাম।
যদিও-বা চিঠির চিত্রপটে নেই
প্রাপকের নিজস্ব কোন নাম। 


অতঃপর জানা গেল-
শহর থেকে দূরে, 
প্রাপকের দল নিজেদের আত্মার ভেতর
সমাধি করছে শতবার।
তাদের সমাজ চেয়েছে যতবার,
অথবা সময়ের সাথে হয়তো বহুবার। 


সুতরাং, আরো একবার প্রমাণিত।
সেই চিঠির কোন প্রাপক ছিল না,
এখনও নেই,
কখনো হবে সেই সম্ভাবনাও মৃত।


রচনাকাল: ২৯/০৭/২০২১


=============================
"And then, I have nature and art and poetry, and if that is not enough, what is enough?"
---Vincent Willem van Gogh 🌻


কবি কথন :
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগ (১৮৫৩-১৮৯০) স্মরণে এই কবিতায় উঠে এসেছে তাঁর কিছু বিখ্যাত চিত্র কর্মের নাম। জীবদ্দশায় যিনি প্রায় ৮০০ এর মতো চিঠি লিখেছেন যার বেশির ভাগই ছিল তাঁর ভাইকে লিখা। এই চিঠি গুলোই পরবর্তীতে বিশ্ববাসীর কাছে ভ্যান গগের জীবনের কিছু গল্প-ইতিহাস প্রচারে সাহায্য করে। আরেক বিখ্যাত চিত্রকার পল গাউগুইনের কাছের বন্ধু ছিলেন ভিনসেন্ট ভ্যানগগ, প্রচলিত আছে তাঁর সাথে দ্বন্দ্বে জড়িয়েই ভ্যানগগ নিজের কান কেটে উপহার দিয়েছিলেন এক রমনীকে, যদিও এর সত্যতা অজানা।
২৭ বছর বয়সে এসে ছবি আঁকা শুরু করা এই চিত্রশিল্পী তাঁর প্রতিভার প্রকৃত মূল্যায়ন জীবিত অবস্থায় দেখে যেতে পারেননি। তাঁর জীবদ্দশায় শুধুমাত্র একটি চিত্রকর্ম বিক্রয় হয়েছিল। জীবনের ইতি টানতে হতাশাগ্রস্ত এই শিল্পী আত্নহননের পথ বেছে নিয়েছিলেন। কে জানে আরও কিছুকাল বেঁচে থাকলে হয়তো সৃষ্টি করতেন আরও কিছু অনন্যসাধারণ চিত্রকর্ম।