বন্ধন থাকলে তো ছিন্ন হবার কথা ওঠে,
তোমার আমার বন্ধন কখনো ছিল কি বটে!
তোমার যখন ভার্চুয়ালি দু-চারখানা নারীর প্রতি গভীর মনযোগ।
আমার তখন জমছে মনে সন্দেহ আর তোমার প্রতি তীব্র অভিযোগ।
কতবড় প্রেমিক তুমি এটাই জানো না!
প্রেমিকার যে ছয় ইন্দ্রিয় সেটাও মানো না।
তোমার মতে, যখন আমি ছিলেম ভীষণ বোকা!
আমার মতে, তখন কেবল তোমার চোখে -
খেলছে রঙিন খেলা।
ধরেই নিলাম,
অনুভূতির হারা-জেতায় আমিই হেরেছি,
তুমি থেকো জিতের খাতায় সময় বেঁধেছি।
ভাবছো কি তবে?
ওই রমণী মডেল হবে তোমার ঘরনি!
স্বপ্ন বুনো, তোমায় আমি বারণ করি নি।
ক'দিন বাদে আসলে সময়,
মুখ লুকিয়ে ফেরার পথটি, খুঁজবে তুমি বেশ,
কাছের-দূরের মনের ভ্রমেই, কাঁটবে তখন রেশ।
বটেই নাকি!
প্রেমিক পুরুষ সাজছ তুমি সাধুই সাধু, পাবলিক প্লেসে।
দেখ আবার!
ভালোবাসার কপাল তোমার পুড়ছে কিনা বিষণ্ণ নিঃশ্বাসে!


রচনাকালঃ ১৮/০৭/২০২১


=============================
কবি কথনঃ
ফেসবুকিয়/ভার্চুয়াল জগতের সাময়িক মোহের বেড়াজালে সত্যিকার জীবনের ভালোবাসার মানুষগুলো যেন মুখফিরিয়ে না নেয়, নবযুগের প্রেমিক-প্রেমিকারা সে খেয়ালও রেখ। খুব কাছ থেকে দেখা, তেমনই মুখ ফিরিয়ে নেয়া কোন এক বিষণ্ণ প্রেমিকার মনের তীব্র অভিমানের স্বল্প প্রকাশের চেষ্টা করে গেলাম কবিতায়। কবিতাটি সেই বান্ধবীকেই উৎসর্গ করলাম। দুঃখ নিভুক তোমার মনের।