মেঘাচ্ছন্ন আকাশে,
সপ্নদের ঘিরে রেখেছে কালো মেঘের দল।
যেন সপ্নরা হারিয়ে গেছে সেই কালো মেঘে,
অার নেমে এসেছে একদল অন্ধকার।
রংধনু লুকিয়ে অাছে,
ধরা দিবে না সে ভয়ে,
যদি কলঙ্ক গ্রাস করে।
সেই থেকে কবি অন্ধকার জগতে।
মনে রাখ রে কালো মেঘ,
যেদিন কবি ফিরবে
সেদিন সাজাবে কবিতারে
নিত্য নতুন উপমা আর অলঙ্কারে।
যদি একবার মেঘেরা পালায়,
তবেই কবি ছুটবে,
রংধনুর তরে নীল আকাশে।
সেদিনই কবির সাত রং ধরা দেবে।