শোন ওহে যুবসমাজ
হইয়ো না লুটপাট অজানাতে
কর্ম কর বার বার ভেবে
অসচেতনে আবদ্ধ হলে ফেঁসে যাবে সঙ্গদোষে।
শোন ওহে যুব সমাজ
অশুভতে হইয়া না আগ্রহী,
নইলে হয়ে যাবে বিপথগামী,
যেথায় চারিদিকে শুধু বইছে অশান্তি।
শোন ওহে যুব সমাজ
গুরুত্ব দাও পিতামাতা যা বলছে
আর অবহেলা করিও না কোন জনরে
নয়তো বা পুড়বে উত্তপ্ত অনলে।
শোন ওহে যুব সমাজ
শিক্ষককে আকৃষ্ট কর সদাচরণে
ভুল করিও না কভু বন্ধু নির্বাচনে
নইলে হবে অপ্রতিষ্ঠিত আর চলে যাবে অভাগার দলে।
শোন ওহে যুব সমাজ
ভালবাস এমন জনরে
যে তোমায় আগলে রাখবে
তোমার আকাঙ্ক্ষিত ভালবাসাতে।
শোন ওহে যুব সমাজ
মুসাফির সাজ সত্য পথে
যে পথে মহামানব চলেছেন
আর সাফল্যের পথ সততারই মাঝে।
শোন ওহে যুব সমাজ
ব্যর্থতা যদি গ্রাস করে ভেবে না তুমি ব্যর্থ
কেননা ব্যর্থতা যদি না থাকতো
হইতো না সাফল্য কথাটির সৃষ্ট।