মানবতার চিহ্নটুকু রাখ ভাই
ভিন্নধর্ম বলে প্রাণ নিচ্ছো বৃথা।
জাতের মিত্রতা ভুলে যাও
সব মানবেরই রক্ত লাল রঙ্গে রাঙ্গা।
ভ্রাতৃত্বের বন্ধনের আশ্রয়ে
মানবতার মর্মটুকু বুঝো
লালনের জেতের কি দোষ
জাতিগত বৈষম্যবিহীন গান শোন।
পৃথিবী গোল বলে গোলমাল নহে
দেহ দিয়েছ ভাসিয়ে
অসত্য পথের বাঁকে বাকেঁ
শত্রুতা তাই বাড়ছে দিনে দিনে।
স্রষ্টা তোমায় জন্ম দিয়েছে ঠিকই
তবে জেনে রাখ মৃত্যও সত্য
হাঙ্গামাকে গুলিবিদ্ধ করে দেয়
জেতের নাহি দোষ মানবতাকে দাও মূল্য।