কলম হাতে বসেছি বহুবার
লিখতে বৃষ্টির গান
অন্ধকার রাতের বৃষ্টি
দেখলেই মনে দেয় টান
সুর্য পশ্চিমে ডুবে হাসে
কালো মেঘে ঢেকে যায় আকাশে
বৃষ্টি ঝড়তে ঝড়তে হয় মধ্যরাত
টিনের চালে ঝুম ঝুম শব্দ
বিদ্যুৎ  চমকায় হঠাৎ হঠাৎ
নিমিষেই আলোয় আলোকিত
নিমিষেই অন্ধকারের করাঘাত
সারা পৃথীবি ঘুমায়
আমি ভিজাই বৃষ্টিতে আমার হাত
অপরুপ সুন্দর শব্দ ঝুম ঝুম
মন খানিকটা ছুটাছুটি করে
আবার খানিকটা নিশ্চুপ