কবি তুমি মূর্খ
রাখোনা কোন খবর
জানোনা হিস্ট্রি
তুমিও সৃষ্টিকর্তার সৃষ্টি
তবে কেন এই অবিশ্বাস
কেন অবুঝ তুমি কবি?
কবিতা,সে তো তোমারই সৃষ্টি কবি
লাইনে লাইনে তোমার নাস্তিকতা
ভুলে যাও ধর্ম, সৃষ্টিকর্তা
তুমি আমি মানুষ এবং সবই
তারই হুকুমে গড়া
যেমন তোমার কবিতার
রুপ দিয়েছ তুমি
যেমন বল তুমি নাই কোন সৃষ্টিকর্তা
সবই প্রকৃতি
তবে তোমার কলম কেন
ঘোরেনা খাতায়
আপনা আপনি?