আমি শত অতৃপ্ত বিষের বড়ি
চাপা দহন জ্বালা,
দুর্বায় দুর্বায় পিষ্ঠ ভীষণ
কণ্ঠ রক্ত মালা।


ভরা বাণে, ক্ষুর শাণে
অমানিশার ফণা,
চৈত্র মাঠে মরুর বুকে
চির সবুজ দানা।


পথের মাঝে কাটা ভীষণ
যুদ্ধে তলোয়ার,
ঝড়ের মাঝে ধ্বংস বটে
হিংস্র জানোয়ার।


জড়ার মাঝে প্রানের ছোঁয়া
শোকে মুচকি হাসি,
ভোরের আলোয় তাজা গোলাপ
অবহেলায় বাসি।


তবুও আমি আমার মত
শত পরিচয়ে,
সত্য, সুন্দর, কোমল মায়া
জীর্ণ ধরায়ে।


তোমার মিছে করুনাতে
আমার কিসের দায়?
তুমি চলো তোমার মত
আনন্দে বিদায়...