যখন সময়ের আস্ফালন কেড়ে নেয় ঘুম
মায়ার দেশে মিশে যাওয়া সময়ের সুরে
বাজে হাহাকারের বীণা,
উত্তরের জানালা খুলে দেখি
পতিত চারণ ভূমি
উদাস দৃষ্টি রাখাল হয়ে বাজায়
ভরদুপুরের সুর,
তখন খেয়ালে আসে তোমার কথা
খন্ড খন্ড সময় চিত্রে
আজও তুমি কত জীবন্ত!
নিসংগতায় তুমি যে
আমার অন্ধের যষ্টি!
শেষ বিকেলে নিবে যাওয়া ক্ষীণ আলোর মাঝে
কুপী জ্বালানোর তাড়না।
হে শৈশব কেন হারিয়ে গেলে?
তোমায় ভেবে আমি বোবা পাথর হয়ে যাই
কেউ কি এমন পর হয়?
একরাশ ঝাপসা কুয়াশায়
তোমাকে আজ বড়ই অসহায় লাগে
খ্যাপাটে স্মৃতির অত্যাচারে.....