জীবনের পথে জমে ধ্রুপদী মেঘ
হেলায় হেলায় ফুরোয় বেলা
নিঃসংজ্ঞের উপহার
জীবনের পরিসীমায়,
ক্লান্ত রাখালের বাঁশি তে থেমে যায় সুর
সন্ধ্যার অবলীলায়।
ফসলের আগডালে ঝড়ে পরা কুয়াশার মত
কয়েক ফোটা অশ্রুর লেনদেন,
জেগে থাকা জোছনার প্রহর
করুণ সুরে কাঁদে মেশিনের ভায়োলিন।
জমে থাকা ধুলোর অত্যাচরে
মুখ লুকায় "অযাচিত ক্যালেন্ডার"
নিয়মের দৈব্য অত্যাচারে,
শিহরণে শিহরণে আঁতকে ওঠে
ঘুমন্ত বিবেক বিদায়ের সাইরেনে।
হিসাবের কোষাগারে কেবলি শুধু
উড়ে চলা চিল পাখির মত
উপর-নিচে শূন্যতা,
ঢেউ শুধুই ভেঙে পরে বার বার
পায়না সেই পূর্ণতা।
তবুও সময়ের পথে চলে
জীবনের লেনদেন
বেচাকেনা যত,
জীবন এক অপ্রাপ্তির মহাকাব্য
শুধুই জীবনের-ই মত....