আমি, আমি নিজেকে ভুলে গেছি
দুঃস্বপ্নের মত দূর কোলাহলে কোথায় যেনো হারিয়ে ফেলেছি সেই কোনো এক আমিকে।
জানালার বাতাস ছুঁয়ে বৃষ্টি ফোটার আনন্দের ছন্দ আর মনেই পরে না!


আমি মানে যেন অন্য কেউ
সমুদ্র জোয়ারে ফেলে আসা একটা খুব ছোট ঢেউ।
প্রশান্তির বাতাস ভুলে প্রয়ল ঝড়ে উড়ে যাওয়া ধুলোর কণা শূন্যে মিলানো পরিচয়।


আমি যে আমাকে চিনতে পারিনা!
অদেখা দুরুত্বে ফেরারির মত
দূর নাবিকের দূরবীনের ভীষণ আফছায়ায়
আমি ভীষণ অস্পষ্ট।
রাত্রীর পাহারায় অন্ধকারের মানচিত্রে
আমি এক ছায়ার যাত্রী।


আমি বড় অচেনা
প্রকৃতির মায়ায় বেড়ে উঠা নতুন কুড়িতে
আমি বড্ড অভিমানী শেওলা রঙ
বার্ণিশের প্রলেপে লুকিয়ে থাকা
কিটের খোদাই করা ক্ষত।


তবুও আমি আমাকে খুঁজে ফিরি
সন্ধ্যা রাতের জোনাকির মতো
ফিরে আসা পাখিদের দলে
লাল রঙের আকাশের  স্বপ্ন আয়োজনে।
অবধারিত ভোর দুয়ারে আসে
ব্যস্ত আয়োজনে সারা পরে যায়
মুখরিত হয় জীবনের হালখাতা।


ছন্নছাড়ার খেয়াল ভুলে চেয়ে দেখি এই আমি
কতটা পথ অচেতনতায় পারি সময়ের খেয়াল ভুলে!
দৃষ্টি যতদূরে যায় তার রং কুয়াশা  
সত্য মূল্য কি তার
মায়া মূল্যে বিকিকিনি?
তবুও এই জীবনের হাটে সবার ভীড়ে
আমি শুধু আমাকেই খুঁজে ফিরি....