নীল প্রদীপ জ্বলেছে....
বুকের মাঝে রঙিন আভায়
জমাট বাধাঁ হুতাশুনের নীরহ উল্লাস,
থেকে-থেকে বয়ে যাওয়া
শান্ত হাওয়া পিষিয়ে তুলছে
বুকের পরিবেশ।
নির্মম অত্যাচারে শাষণ করে চলছে
একরাশ চাওয়া-পাওয়ার দল,
ভূলন্ঠিত আত্মসমর্পণে
কুয়াশার মত ঝরছে বঞ্চিতের আর্তনাদ।
মায়াবনের অসহ্য মায়াবী বন্দিশালার
ভুতুড়ে বাধঁন আচ্ছন্ন করে রেখেছে
কোন এক অদেখা আমিকে।
কে আমি!
কোন ছায়াচিহ্ন তাড়িয়ে বেড়ায়
আমার ছুটে চলার মানচিত্রকে!
কোন পাপের অত্যাচারে
বয়ে বেড়াতে হয় দুর্গম পথে
তাড়নার তরবারি?
একটু জোড় নিয়ে প্রাণ খুলে
শুধু একবার শ্বাস নিতে চাই।
আমায় মুক্তি দাও
হে সকল চাওয়া-পাওয়ার নশ্বর দল,
আমার আমিতে
তুমি এক অস্থিত্বহীন পরগাছা
ভাইরাস-ব্যাক্টেরিয়ার মত অনুজীবী
কুড়ে-কুড়ে খাচ্ছ আমার মনুষ্যত্ব
আর আত্মপরিচয়কে।