তোমার এই সোনালি সময় স্রোতে
অতীতের মত ভাঙা-গড়া এক মধ্যে বিকেল
গায়ে মাখা স্বর্ণালি রোদ
ভর দুপুরের বারান্দায় ক্লান্ত আমি
দেখি তোমার ছুটে চলার উচ্ছাস।
সব শৃঙ্খল দুয়ারে লুটোয়
নীড়ে ফিরে আসে পাখিদের কলরব
জীবনের আয়োজনে সব দেনা মিটে যায়
এদিক-সেদিক করে,
তবুও কিছু প্রশ্নের চিহ্ন না জানা উওরে মরে।
সাগরের বুকে
বালুর ঘরের মত,
ছায়ার মত হারিয়ে যায়
তোমার জীবনে আমার অস্তিত্ব।
ভালোবাসার সেই অযাচিত স্বপ্নগুলো
পায়ের চিহ্নের মত ধুলোর পথে হারায়
নতুন পদচারণায়।
সময় আমাদের সভ্য করে
বয়সের ক্যালেন্ডারে,
রিক্ত আমি সিক্ত তুমি
মিথ্যা অহংকারে।
তারপর একদিন মুখোমুখি আমি-তুমি
পালিয়ে-এড়িয়ে যাবার তাড়া,
অবুঝ আবেগের ঘুম ভাঙে
সময় সাক্ষী নীল ধ্রুব তারা।
আবেগের মাথায় স্বান্তনার হাত
ঘুম পারানোর ছলে,
কত প্রশ্নই ছটফটায় সৌজন্যতায়
কষ্ট হাহাকারে।
আমার আলপনায় যত স্বপ্ন চিহ্ন
তোমার অবহেলায় অজানা দূর-দূরান্তে,
স্বপ্ন তোমার রাঙিয়ে তুলে
কাঙ্ক্ষিত  কেউ হৃদয় দুয়ারে।
জানি আজ অনাকাঙ্ক্ষিত
চৈত্র দুপুরের কাক,
মিছে মায়ায় ভীষণ দ্বিধায়
ক্ষীণ স্বরে আবেগ ভরে একটু পিছু ডাক।
তবুও  একটু সাহস করে
আকুল হৃদয় ভূমি
ছিলে কেমন,  আছো কেমন তুমি!
বুকের গোরস্থানে কবর  খুরে
পুতে রেখেছি আজো সেই প্রিয় যন্ত্রণা
ভালো থেকো, ভালো থাক হৃদয় নীলের বেদনা।
মনে রাখো আর নাইবা রাখো
শত আনন্দের আশকারায়,
সাহস নিয়ে শক্তি নিয়ে
সত্য দিয়ে কোন একদিন
ভালোবেসেছিলাম তোমায়.....