আজ কোন অভিযোগ নেই
বাতিঘরের ময়লা ধুলায় আর জড়াবো মায়ায়
সাজের বেলায় সন্ধ্যা বাতির ঝাঁঝালো আলোয়
মুহ্যমান প্রতীক্ষায় পথ ভুলা পাখির মত
আর কোন ছটফটানি নয়।
প্রাচীরের কূল ঘেঁষে ভুল সময়ে যে কৃষ্ণচূড়া ফুটেছে তা অলক্ষ্যেই থাক
মুখরিত মিছিলের উদ্দামতার লেলিহান ধমনী
ঘুমপাড়ানির শান্ত গানে শ্রান্ত করবো
আমার আমিকে! আর মেনে নেবো
এক নতজানু আমিতে "প্রিয়সির করুনা",
আয়নার সামনে দাঁড়িয়ে কাজল রেখার ভ্রু-কুজকানিতে দেখবোনা এই আমিকে।
তবুও পথে যেতে, পথে চলতে,
আমিও ছিলাম "জীবনের মিছিলে"
যার কোন অভিযোগ নেই, অভিযোগ ছিলনা!