সেই প্রেম জমে আছে ধুলোর মত
মুখ না দেখা আয়নায়,
অযত্ন-অবহেলায় জানালার রেলিংয়ের আস্তরণ
ধুপের মত যে অনল
না জ্বলে করে গেছে নিঃশব্দ দহন।
মানুষের সমাজে যে প্রেম আমার
আত্ত্ব স্বীকৃত অপমান।
তবুও খেয়ালের আয়নায় ভাসে সেই ছবি
টুকরো টুকরো কাঁচের ফুলদানিতে,
কোন পাহারায় জাগিয়ে রাখি তাকে
ভুলে থাকার অভিমানে।
সেই প্রেম আজো কত প্রশ্নের ধাঁধা
জেগে থাকে কত নিঃশব্দে,
তবুও বেহায়া মন
জানতে চায়
কেমন আছে সে!!!!