আমি আমার পুজোয় মগ্ন পুজারী
অন্ধকারের পৃথিবী,
ফুরিয়ে যাওয়ার শঙ্কা নিয়ে
ক্ষণিকের আহারি।
ভোজ-ভোজন, রসনা-বিলাস
কাম-তরঙ্গের ঢেউ,
উতাল নৃত্য, ফণার সাজ
ভর করেছে কামের দেবী
জ্বালিয়ে-পুড়িয়ে মারছে কেউ।
অহংকারের খেয়ার তরী
দিক-নিশানা ভুলে,
বৈঠা ছেড়ে নোঙর ফেলে,
মাঝ দরিয়ার কূলে।
সেই সাগরে উঠেছে আজ
কূল ভাঙ্গা ঝড়,
সেই নৌকা আজ কোথায় বিলীন
শুষ্ক মরুর চর।