মনের ঠিকানা খুঁজে বেড়াই
বনের আঁধারে
বনের মাঝে হেটে চলি
মনের গহীনে।
শব্দ কথা কানে তুলি
নিরব হৃদয়ে
নিঃশব্দে কেঁদে মরি
অশ্রু আড়ালে।
হৃদয় দুয়ার খুলে দেখো
কত অভিযোগ
কে তোমায় বেসেছে ভালো
পেয়েছো কি সুখ?
তারে তুমি মূল্য দিলে
কারে করে হেলা
যেদিকে যাও যেথায় তাকাও
দেখাবে পথ শূন্য রথীর ভেলা।
যদি তোমার মনে পরে
সন্ধ্যা রাতের তারা
অনেক যত্নে রাখা স্মৃতি
আবেগ বাঁধনহারা।
ঢেউয়ের মত মুছে যায়
মায়া চিহ্নের খেলা
আলো ফুরোয়, শূন্যে মিলোয়
আঁধার সন্ধ্যা বেলা।
এই করে সেই করে
তটিনী, নীর, এই অবনী
আমি কবে সেই তটে
যেন কভু হাটিনি।
কি দামে হয়েছিলো
ক্ষণিকের এই "সময়" কেনা
অচল পয়সায় মূল্য শোধে
সময় পথে আমি বড় অচেনা ( কোন একজন) .....