পুরোনো আমি
পাল্টিয়েছে দিন, পুরাতন কাপড় জুতা-স্যান্ডেলের মত।
মরিচা ধরা জানালার শিকে
রঙ ধরা বার্নিশে
সাজানো ক্ষণিকের আয়োজনে
ধুলো জমা সময়ের তটে।
যন্ত্রের আর্তনাদ, কোকিলের হাহাকার
পশ্চাৎ পিন্ড হারিয়ে যাওয়া শৈশব
মুখ ফিরিয়ে সোনালী অতীত
সবকিছু লুকিয়ে,
নতুন জামা-স্যান্ডেল পরে
করি নিজেকে উপস্থাপন
নতুনের প্রয়াসে।
শুধু নিজের দিকে তাকাতে পারি না
এ যে সেই আমি!
অন্যকে ধোকা দিয়ে করি
নিজের সাথে প্রতারণা!
প্রতিটি মুহূর্ত ফেরারি করে রাখি নিজেকে
অন্যের দুয়ার খুলে।
আমায় আর মুক্তি দিবে কে!